বলিউড অভিনেত্রী কারিনা কাপূরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হিন্দু হয়ে সাইফ আলী খানকে কেন বিয়ে করেছে? উত্তরে কারিনা বলেছিল, "আমি সাইফকে বিয়ে করেছি, তার ধর্মকে নয়"। ধর্ম আর বিয়ে আলাদা করা যায় না। বিয়ে একটি ধর্মীয় ও সামাজিক স্বীকৃতি। কিন্তু
বিয়ের সুন্নত তরিকা, শুরু থেকে শেষ | সবার জানা জরুরি |
* **ইসলামে বিয়ের নিয়মঃ
বিয়ে আল্লাহর অশেষ নেয়ামত এবং রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নত। চারিত্রিক অবক্ষয় রোধের শ্রেষ্ঠ হাতিয়ার। আদর্শ পরিবার গঠনে, মানুষের জৈবিক চাহিদাপূরণে কিংবা মানবিক শান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরিয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। ইসলামে বিয়ের যাবতীয় নিয়ম-কানুন এবং বিধি-বিধানসহ আনুসাঙ্গিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হলো-
২/ বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত
(১) বর এবং কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া।
(২) বর ও কনে একে অপরের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসুল (সা.) বলেন, "বিধবাকে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জায়) থাকাটাই তার সম্মতি। " (বুখারি, হাদিস নং : ৪৭৪১)
(৩) বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবকদের পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও। ’ (সুরা নুর, ২৪:৩২)
রাসুল (সা.) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। ’ (তিরমিজি, হাদিস নং : ১০২১)
(৪) বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। ’ (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮)
সাক্ষী হতে হবে এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পান। (আদ-দুররুল মুখতার-৩/৯; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮)
বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর। ’ (মুসনাদে আহমাদ, হাদিস নং: ১০৭২)
৪/ বিবাহের যত সুন্নাত
১. সহীহ বিবাহ অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি, গান-বাদ্য, ভিডিও-অডিও মুক্ত হবে এবং তাতে কোন যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মহরানার শর্ত থাকবে না। (হাদীস নং- ৩৬১২, তাবরানী আউসাত)৫/ মেয়ে দেখার নিয়ম
বিয়ের সুন্নত তরিকা, শুরু থেকে শেষ | সবার জানা জরুরি |
স্বামী-স্ত্রী্র পরস্পরে সংঘটিত লজ্জাজনক কথাবার্তা ও আচরন কোন বন্ধুবান্ধবের সামনে প্রকাশ করা হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সে, যে তার স্ত্রীর সহিত মিলিত হয়, অতঃপর তার গোপনীয়তা অন্যদের কাছে প্রকাশ করে। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৩৭)
আরও পড়ুন -
বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ স্ত্রী সহবাসের সুন্নত ত্বরিকা সুসন্তান লাভের দোয়া ও আমল
উপকারী কথা
উত্তরমুছুনMaa sha Allah
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনAlhamdulillah onek kichu jante parlam., zeta sobar jana dorkar.
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ
মুছুনখুবই গুরুত্বপূর্ণ লেখা
উত্তরমুছুনআলহামদুলিল্লাহ দোয়া করবেন যেনো এই সুন্নত তরীকায় জেন বিয়ে করতে পারি।
উত্তরমুছুনAmr picture ta remove koren…without my permission why you used my weeding picture
উত্তরমুছুন