কোন আম কিভাবে চিনব | বাজারে ঠকতে না চাইলে দেখে নেন।

গোপালভোগ
গোপালভোগের গায়ে একধরনের  হলুদ  হলুদ ছোপ বা দাগ দাগ আছে। এটির নিচের দিকে একটু চিকন বা সরু। পাকার পর এটি হলুদ হয়ে থাকে। সাধারনত এটি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায়।

কোন আম কিভাবে চিনব আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
গোপালভোগ আম

রাণি পছন্দ
রাণী পছন্দ আম দেখতে অনেকটাই গোপালভোগ আমের মতো। এটির গায়েও হাল্কা হলুদ দাগ আছে কিন্তু আকারে তুলনামুলক ছোট। তাইগোপালভোগ আমের সঙ্গে রানী পছন্দ মেশানো হলে আলাদা করা কঠিন।

আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
রাণি পছন্দ আম


খিরসাপাত আম/ হিমসাগর

সাধারনত এই আম বাজারে আসে মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহের দিকে। অসাধারন মিষ্টি  এই খিরসাপাত আমকেই অনেকে হিমসাগর বলে বিক্রি করেন। এই আম আকারে কিছুটা বড় হয় এবং হালকা দাগ আছে।

আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
খিরসাপাত আম/ হিমসাগর আম

আশ্বিনা ও ফজলী
আশ্বিনা আর ফজলী আম দুটাই দেখতে অনেকটা একই রকম। তবে আশ্বিনা একটু বেশি সবুজ আর ফজলী আম কিছুটা হলুদাভ হয়।  আবার আশ্বিনার পেট সামান্য মোটা হয় কিন্তু ফজলী দেখতে একটু লম্বা ধরনের হয়।

আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
আশ্বিনা আম

 
আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
ফজলী আম

বারি আম-২ বা লক্ষণভোগ
বারি আম-২ বা লক্ষণভোগ আম চেনার সবচেয়ে সহজ মাধ্যম হলো নাক আছে মাঝামাঝি স্থানে। মিষ্টির মাত্রা কম কিন্তু পাকলে গায়ের রঙ হলুদ হয় । এটি সাধারণত জুন মাসের শুরুর দিকে বাজারে আসতে শুরু করে।

আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
বারি আম-২ বা লক্ষণভোগ আম

 

রুপালী আম বা আম্রপালি

রুপালী আম বা আম্রপালি নিচের দিকে একটু সুঁচালো ও চিকন এবং উপরের দিকে সামান্য গোল। এই আমের মিষ্টিও যেমন  স্বাদেও তেমন  অনন্য। তাই এটি ক্রেতার প্রথম পছন্দ হয়ে থাকে।

কোন আম কিভাবে আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
রুপালী আম বা আম্রপালি আম


ল্যাংড়া আম
ল্যাংড়া আমের গঠন কিছুটা গোলাকার ও মসৃণ। কিন্তু এর নাকের অবস্থান নিচের দিকে। এর চামড়া ভীষন পাতলা।

আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
ল্যাংড়া আম


 গোটি আম

এটি দেখতে কিছুটা লম্বা ও মসৃন। স্বাদে মোটেও কম নয়।

আমের রাজা, ল্যাংরা আম, আমের উপকারিতা, ভালো আম চিনার উপায়, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের  জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, formalin mukto aam, আম
 গোটি আম

আমের রাজা কোন আম, ল্যাংরা আম, আমের উপকারিতা, আম গাছের ছবি, বাংলাদেশের আম, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, আমের বাগান, আমের ফরমালিন, ফরমালিন্মুক্ত আম,। ভালো আম চিনার উপায়।

AKMA

A Simple Man. Admin and Author of Esojani.com

3 মন্তব্যসমূহ

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, ইন শা আল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন