কেন NID করবেন
পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিকত্ব যাচাই করার জন্য বিভিন্নরকম ডকুমেন্টস প্রচলিত রয়েছে। কোনটা নিজ দেশের মানুষের জন্য আবার কোনটা ভীনদেশশীদের জন্য। যেমন- এন আই ডি, গ্রীনকার্ড, ইকামা ইত্যাদি।
নতুন ভোটার হওয়ার নতুন নিয়ম #স্মার্টকার্ড #NID HOW TO DO YOUR SMART NID CARD |
আপনি যে বাংলাদেশের নাগরিক তার প্রমাণ করতে হলে আপনাকে একটি পরিচয় পত্র বা এন আই ডি থাকতে হবে। অন্যথায় আপনি এদেশের নাগরিক হিসেবে বিবেচিত হবেন না।
কোন কোন কাজে জাতীয় পরিচয়পত্র বা এন আই ডি লাগে
১/ ভোটার অধিকার প্রয়োগে করতে।
২/ জমি নিবন্ধন করতে।
৩/ ব্যাংক হিসেব খোলা, পরিচালনা ও লেনদেন করতে।
৪/ বিয়ে বা তালাক রেজিষ্ট্রেশন করতে।
৫/ পাসপোর্ট বা ভিসা করতে।
৬/ নাগরিকত্ব প্রমাণ করতে।
৭/ ড্রাইভিং লাইসেন্স করতে।
৮/ ট্রেড লাইসেন্স করতে।
৯/ TIN বা আয়কর সার্টিফিকেট করতে।
১০/ বিমান-বাস-ট্রেনের ভ্রমণ করতে।
১১/ এছাড়াও যেকোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও যেকোন সময় আপনার কাছে জাতীয় পরিচয়পত্র তলব করতে পারে। যেহেতু এটি আপনার জাতীয়তাকে নিশ্চিত করে তাই এটি সংগ্রহ ও সংরক্ষন করা একান্ত কর্তব্য।
কীভাবে এনআইডি করবেন
এন আই ডি করার জন্য প্রধানত দুটি উপায় রয়েছে।
১/অনলাইন
ঘরে বসে ভোটার হতে চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে ইন্টারনেটে https://services.nidw.gov.bd/ ঠিকানায়া গিয়ে নতুন ভোটার নেভিগেশন বাটন ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করে ফেলুন। এরপর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
২/ অফলাইন
অফলাইনে এনআইডি করতে হলে আপনাকে সশরীরে উপজেলা লেভেলে উপজেলা নির্বাচন অফিসে এবং শহর লেভেলে আঞ্চলিক নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার কিছুদিন পর আপনাকে উপস্থিত হয়ে ছবি তুলতে হবে। ছবি তুলার তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে।
৩/ প্রবাসীদের এনআইডি
যেসব বাংলাদেশি ভাই-বোনেরা ভোটার হওয়ার আগেই বিদেশে চলে গেছেন, চাইলে আপনারা বিদেশে বসেও জাতীয় পরিচয়পত্র করতে পারেন। এই জন্য আপনাকে ঐদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাসের কর্মকর্তা আপনাকে ভোটার হতে সার্বিক সাহায্য করবে।
এছাড়াও নির্বাচন কমিশন এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময় পর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ করা হয়। একজন অফিসার আপনার বাড়ি গিয়ে সকল তথ্য সংগ্রহ করার পর একটি নির্দিষ্ট তারিখে নিকটতম কোন স্কুল মাঠে ছবি তুলতে হবে।
ভোটার হওয়ার শর্ত
ভোটার বা জাতীয় পরিচয়পত্র করতে হলে বাংলাদেশ সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন এর আইন মোতাবেক আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। যেমন:-
১/ আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২/ আপনার বয়স কমপক্ষে ১৭ বছর বা তার বেশি হওয়া লাগবে।
নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নতুন ভোটার হতে হলে ভোটার নিবন্ধন আবেদনের সাথে আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে। যেমন:-
১/ জন্মনিবন্ধনের ফটোকপি।
২/ বাবা-মা এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩/ চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদ।
৪/ এসএসসি সনদের সত্যায়িত ফটোকপি।
৫/ ব্লাড গ্রুপ সনদের ফটোকপি।
৬/ প্রযোজ্য ক্ষেত্রে গ্যাস/পানি/বিদ্যুৎ বিলের ফটোকপি।
৭/ জমির দলিল বা রেজিস্ট্রিপত্র(প্রযোজ্য ক্ষেত্রে)।
৮/ সর্বশেষ জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদনপত্র।
অনলাইনে জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোড করার উপায়
স্মার্ট এনআইডি(Smart NID) কার্ড পাওয়ার উপায়
নতুন ভোটারের সাবধানতা
ভোটার আইডি কার্ড আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। চাইলে আপনি বাংলাদেশের যেকোন ঠিকানার ভোটার হতে পারবেন। তবে ভবিষ্যতের ঝামেলা এড়াতে আপনার স্থায়ী ঠিকানায় এনআইডি করুন। মনে রাখতে হবে ১৭ বছর বয়সে এনআইডি করতে পারলেও ভোটার হতে ১৮ বছর হতে হবে।
ধন্যবাদ।
নিত্য নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাইটটি ফলো করুন।
নতুন ভোটার আবেদন ফরম নতুন ভোটার আবেদন ২০২৩ নতুন ভোটার হতে যেসব ডকুমেন্ট লাগে? নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে ২০২৪ নতুন ভোটার আবেদন ফরম ডাউনলোড অনলাইনে নতুন ভোটার নিবন্ধন নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম কত বছর হলে ভোটার হওয়া যাবে ২০২৩ নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৩ নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৩ নতুন ভোটার ২০২৩ নতুন ভোটার নিবন্ধন নতুন ভোটার তালিকা হালনাগাদ ২০২৩ নতুন ভোটার হওয়ার জন্য আবেদন নতুন ভোটার হওয়ার শর্ত নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৩ নতুন ভোটার আইডি কার্ড চেক নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে নতুন ভোটার আইডি কার্ড নতুন ভোটার তালিকা দেখার উপায় নতুন ভোটার তালিকা 2023 নতুন ভোটার আইডি কার্ড চেক 2023 এন আইডি কার্ড এনআইডি কার্ড যাচাই এনআইডি কার্ড চেক এনআইডি কার্ড সংশোধন এনআইডি কার্ড ডাউনলোড এনআইডি সার্ভিস এন আইডি বিস্তারিত এনআইডি কার্ড আবেদন ভোটার আইডি কার্ড ডাউনলোড নতুন ভোটার আইডি কার্ড চেক ভোটার তথ্য nid ভোটার তথ্য যাচাই বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড চেক 2023 জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড চেক জাতীয় আইডি কার্ড ভোটার আইডি কার্ড অনলাইন কপি